আসন্ন ইউপি নির্বাচনের হাওয়া চলছে। দলীয় নেতা-কর্মীরাও চাঙ্গা হয়ে উঠেছেন। অনেকেই আগাম প্রচার-প্রচারণায় নেমেছেন। তৃতীয় ধাপের ইউপি নির্বাচন আগামী ২৮ নভেম্বর। এরই ধারাবাহিকতায় ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে মেহেরপুরের গাংনী উপজেলার ৩ নম্বর কাজিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ফারুক হোসাইন। বৃহস্পতিবার (২৮/১০/২০২১) দুপুরে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দেন তিনি। উপজেলা নির্বাচন অফিসে আসার আগে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা তার সঙ্গী হিসেবে নির্বাচনী এলাকা থেকে উপজেলা পরিষদ চত্বরে আসে। তিনি একে বারে তৃনমূল থেকে ওঠে আসা। এ নেতার জনপ্রিয়তা রয়েছে ছাত্র ও যুব সমাজসহ সকল বয়সের ভোটারদের মাঝে। এ ভোট যুদ্ধে জয়ী হওয়ার জন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন।