লেবু গাছের ডাল কাটা নিয়ে ছোটভাইয়ের লাঠির আঘাতে নিহত কৃষক খলিল হত্যা মামলার তিন আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাতে র্যাব-৬ ঝিনাইদহের একটি টীম কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ থেকে তাদেরকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- নিহত খলিলের ভগ্নিপতি আবু বকর (৫৫), তার স্ত্রী আজিমন নেছা (৪৫) ও ছেলে সজীব (১৯)। তাদেরকে গাংনী থানায় সোপর্দ করা হলে পুলিশ আসামীদরকে মেহেরপুর আদালতে সোপর্দ করেন।
জানা গেছে, গত সোমবার (২৩ মে) দুপুরে বাড়ির পাশে লেবু গাছের ডাল কাটা নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে ছোট ভাই হবিবর রহমান, ভগ্নিপতি আবু বক্কর, বোন আজিমন নেতা ও ভাগ্নে সজীব খলিলকে পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় খলিলের মৃত্যু হলে তার স্ত্রী আশুরা খাতুন বাদী হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার নম্বর-১৩। তারিখঃ ২৩/০৫/২০২২ । হত্যা মামলার পর থেকে আসামিরা পলাতক ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি টীম তিন আসামীকে পোড়াদহ থেকে গ্রেপ্তার করে গাংনী থানায় হস্তান্তর করেন।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, তিনজন আসামিকে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।