সাতক্ষীরার কলারোয়া থানা কম্পাউন্ডের পুকুরে সাঁতার কাটতে গিয়ে ডুবে রাশেদুল ইসলাম ওরফে আরিফুল (৪০) নামের পুলিশের এক উপ-পরিদর্শকের মৃত্যু হয়েছে। রোববার (২৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আরিফুল ইসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার গোপালনগর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে।
এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন সাতক্ষীরার কলারোয়া থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা।
ঘটনার বিবরণে অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে পুকুরে থানা কম্পাউন্ডের পুকুরে গোসল করতে গিয়ে সাঁতার কেটে পুকুরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত গিয়ে সাঁতরিয়ে ফিরে আসার সময় পুকুরের মাঝখানে তলিয়ে যায়। পুলিশ কনস্টেবল ব্রজেন মন্ডলের নিকট থেকে এমন সংবাদ পেয়ে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে পুকুরে নামানো হয়। তাদের চেয়ার চেষ্টা ব্যর্থ হওয়ায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসকে বিষয়টি অবহিত করেন। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যরা থানা কম্পাউন্ডের পুকুর থেকে আরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মন্তব্য করেছেন পুলিশের ওই কর্মকর্তা নাসির উদ্দিন মৃধা।
তিনি আরও জানান, প্রাথমিক সুরতহালও ময়না তদন্তশেষে সাতক্ষীরা পুলিশ লাইনে মরহুমের জানাজা শেষে মৃত দেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে৷
মৃত্যুকালে তার পরিবারে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে বলে জানান ওসি।