শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:৫২ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা  গাংনীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত মেহেরপুরে ভিড় বেড়েছে পুরাতন কাপড়ের দোকানগুলোতে গাংনীর ইটভাটা গুলোতে পুড়ছে গড়ে প্রতিদিন ২০ হাজার মন কাঠ, পরিবেশের জন্য হুমকি, রয়েছে স্বাস্থ্য ঝুঁকি গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক স্কুল ছাত্রের মৃত্যু গাংনীতে সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত মেহেরপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার  গাংনীতে অস্ত্র, গুলি ও সরকারি কৃষি পণ্যসহ ইউপি সদস্য আটক গাংনীতে  পানিতে ডুবে শিশুর মৃত্যু মেহেরপুরে তিন ডাকাত আটকের ঘটনায় পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

গাংনীর ছেলে পুলিশের এসআই আরিফুল, কলারোয়া থানা কম্পাউন্ডের পুকুরে ডুবে মৃত্যু

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৮৯৫ বার পঠিত

সাতক্ষীরার কলারোয়া থানা কম্পাউন্ডের পুকুরে সাঁতার কাটতে গিয়ে ডুবে রাশেদুল ইসলাম ওরফে আরিফুল (৪০) নামের পুলিশের এক উপ-পরিদর্শকের মৃত্যু হয়েছে। রোববার (২৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আরিফুল ইসলাম মেহেরপুর জেলার গাংনী উপজেলার গোপালনগর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে।

এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন সাতক্ষীরার কলারোয়া থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা।

ঘটনার বিবরণে অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা জানান, আজ সকাল সাড়ে ৯টার দিকে পুকুরে থানা কম্পাউন্ডের পুকুরে গোসল করতে গিয়ে সাঁতার কেটে পুকুরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত গিয়ে সাঁতরিয়ে ফিরে আসার সময় পুকুরের মাঝখানে তলিয়ে যায়। পুলিশ কনস্টেবল ব্রজেন মন্ডলের নিকট থেকে এমন সংবাদ পেয়ে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে পুকুরে নামানো হয়। তাদের চেয়ার চেষ্টা ব্যর্থ হওয়ায় ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসকে বিষয়টি অবহিত করেন। ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যরা থানা কম্পাউন্ডের পুকুর থেকে আরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মন্তব্য করেছেন পুলিশের ওই কর্মকর্তা নাসির উদ্দিন মৃধা।

তিনি আরও জানান, প্রাথমিক সুরতহালও ময়না তদন্তশেষে সাতক্ষীরা পুলিশ লাইনে মরহুমের জানাজা শেষে মৃত দেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে৷

মৃত্যুকালে তার পরিবারে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo