মেহেরপুর গাংনীর বামন্দীতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কৃষিতে সিনজেনটা কীটনাশক বাংলাদেশ লিমিটেড’র বিক্রয় কেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২ টার দিকে বামন্দী বাসস্ট্যান্ড বাজারে অবস্থিত কৃষি বাংলা ট্রেডার্সের নিজস্ব কার্যালয়ে সিনজেনটা পরিবেশক হেলাল উদ্দিন আওকাত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন গাংনী উপজেলা কৃষি অফিসার কে, এম শাহাবুদ্দিন। এ সময় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তৌহিদ হোসেন রিজিওনাল সেলস ম্যানেজার, কুষ্টিয়া রিজিওন সিনজেনটা বাংলাদেশ লিমিটেড, বিশেষ অতিথি ছিলেন রাসেল রানা, কৃষি সম্প্রসারন অফিসার, আব্দুর রউফ কৃষি সম্প্রসারন অফিসার। সিনজেনটা বাংলাদেশ লিঃ এর আল মুজাহিদ মৃদুলের সঞ্চালনায় এসময় আল মুজাহিদ মৃদুল, সেলস ইউনিট লিড, সিনজেনটা বাংলাদেশ লিঃ, মেসার্স কৃষি বাংলা টেডার্সের প্রতিনিধি রাজিবুল হক সুমন, সাইদুর রেজা সবুজ, এস.পি.ও, সানাউল্লাহ ও নুহু এমডিএস এলাকার বিভিন্ন গ্রাম হতে স্বাগত শতাধিক কৃৃৃৃষক উপস্থিত ছিলেন।