মেহেরপুরের গাংনীর ৪ নম্বর বামন্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বালিয়াঘাট গ্রামে কৃষক লীগের কমিটি গঠন হয়েছে। শনিবার বিকেলে বালিয়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কমিটি গঠন করা হয়। বামন্দি ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক জিয়ারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও জি এস ওয়াসিম সাজ্জাদ লিখন। প্রভাষক রিয়াজ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম বাদশা, তেরাইল গ্রাম আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হক, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ, গাংনী উপজেলা কৃষকলীগের সভাপতি মোশাররফ হোসেন, সহ-সভাপতি অশোক চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সাবেক ছাত্র নেতা আবুল বাশার প্রমুখ। এ সময় প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠান শেষে, কন্ঠ ভোটে সোহেল রানা সভাপতি ও মহাবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আগামী সাত দিনের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক ৫১ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচন করে উপজেলা ও জেলা কমিটির নিকট দাখিল করবেন।