মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪৬ পূর্বাহ্ন

গাংনীর সাহারবাটি ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মনিরুল ইসলাম সভাপতি ও আনারুল ইসলাম আকালি সাধারণ সম্পাদক নির্বাচিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ৬৪২ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সাহারবাটি সাহারবাটী সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন কৃষকলীগ এ সম্মেলনের আয়োজন করে।

ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক মনিরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

 

 

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতি মাহবুব উল আলম শান্তি।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সদস্য, মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও মেহেরপুর সরকারী কলেজের সাবেক ভিপি-জিএস ওয়াসিম সাজ্জাদ লিখন।

জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষকলীগের সভাপতি মোশারেফ হোসেন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও ইউপি সদস্য তহসিন আলী।

এসময় সম্মেলনে বক্তব্য রাখেন গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কাজিপুর ডিগ্রী কলেজের প্রভাষক রিয়াজ উদ্দীন, সাবেক ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম রিন্টু চৌধুরী, পৌর কৃষকলীগ সভাপতি বদরুল আলম বুদু, কৃষকলীগ নেতা ও ইউপি সদস্য আনারুল ইসলাম আকালী, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান তৌহিদ মুর্শেদ অতুল বিশ্বাস। সাবেক
ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম টুটুলসহ আওয়ামী লীগ,কৃষকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে সাহারবাটী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হিসাবে মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসাবে আনারুল ইসলামকে নির্বাচিত করা হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক সপ্তাহের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপজেলা কমিটির নিকট দাখিল করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo