সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৫ পূর্বাহ্ন
ঘোষণা
গাংনীতে হাতবোমা ছুঁড়ে নগদ টাকাসহ মোটরসাইকেল ছিনতাই  গাংনীর ৯ নম্বর রায়পুর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন সারগীদুল ইসলাম  দ্য নিউজ২৪ডটকমের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজু গাংনীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় যুবকের মৃত্যু গাংনীতে মাত্র ১৩ ঘন্টার ব্যবধানে দুই বাড়ির গেটে মিলল বোমা সদৃশ বস্তু ও কাফনের কাপড় মুজিবনগরে আলমকে কুপিয়ে হত্যা  মেহেরপুরে অবৈধ গাড়ির নিচে পড়ে প্রাণ গেল প্রতিবন্ধী নারীর  গাংনীতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবলু গ্রেফতার  গাংনীতে ফেনসিডিলসহ আটক ১ গাংনীতে ৯ কেজি গাঁজাসহ আটক ২

গাংনীর হোগলবাড়িয়া- মহাম্মদপুর হাজী ভরষ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াতঃ শিক্ষক মরহুম ওমর আলীর স্মরণ সভা

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৫৩৫ বার পঠিত

মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া- মহাম্মদপুর হাজী ভরষ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম ওমর আলী’র স্মরণে সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর দুইটা পর্যন্ত বিরতিহীন ভাবে বিদ্যালয় আঙ্গিনায় এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাননীয় সাবেক মহিলা সংসদ সদস্য সেলিনা আখতার বানু। অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম ওমর আলী ১৯৬০ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত ৪২ বছর অত্যান্ত কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করেন। তিনি ২০২১ সালে মে মাসের ১১ তারিখ মঙ্গলবার সন্ধ্যায় বার্ধক্য জনিত কারনে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেন। তার অনেক ছাত্র ছাত্রী দেশে ও বিদেশে বিভিন্ন পদে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

হোগলবাড়িয়া- মহাম্মদপুর হাজী ভরষ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয় অত্র এলাকার সবচেয়ে পুরানো ও ঐতিহ্যবাহী মাধ্যমিক বিদ্যালয় যা ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি সুনাম ধরে রাখতে সক্ষম হয়েছে। বিদ্যালয়টি প্রায় সাড়ে ৩শ’ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত। বর্তমানে এই বিদ্যালয়টিতে ৬ শতাধিক শিক্ষার্থী অধ্যায়ন করছে।
মরহুম ওমর আলী’র স্মরণ সভায় অনেক গুনী ছাত্রছাত্রী তার স্মৃতিচারণ কালে এক আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয়।


এ্যাডঃ কে এম শফিকুল আলমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ, কুষ্টিয়া জজ কোটের আইনজীবি এ্যাডঃ আখতারুজ্জামান, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, হাজী ভরষ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের ওয়াক অব ইস্টেট মতোওয়াল্লী আকরাম আলী, রাজশাজী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মুক্তিযোদ্ধা চিকিৎসক প্রজন্ম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ‌‌ডাঃ নাজমুল হক সাগর, খলিশাকুন্ডী কলেজের সাবেক অধ্যক্ষ ইমদাদুর রহমান, গাংনী সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, তেঁতুলবাড়িয়া ইসলামীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রমজান আলী, অত্র বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক ওয়াহিদুজ্জামান, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, আহমান উল্লাহ মহন প্রমূখ।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মটমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হাশেম, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান মিন্টু, জাতীয় পাঁর্টি জেপি (এরশাদ) ‘র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাইফুল ইসলাম সেলিমসহ বিভিন্ন শ্রেণি পেশার শত শত গুনী ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাংশে প্রয়াতঃ শিক্ষক মরহুম ওমর আলী’র স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo