মেহেরপুরের গাংনীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ৭৪ মেহেরপুর -২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের উদ্বোধন করেন। মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু করে বিকেল পর্যন্ত চাহিদা ভিত্তিক নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) এর আওতায় উপজেলার ৬টি বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন তিনি।
বিদ্যালয় ভবনগুলো হল- বড় বামন্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন- যার চুক্তিমূল্য- ৭২,২২,৯৬৫.৬৪৪ টাকা, ঠিকাদারী প্রতিষ্ঠান কুষ্টিয়ার মিরপুরের মেসার্স ইউনিক ট্রেডার্স স্বত্বাধিকারী আনোয়ার হোসেন।
হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন- যার চুক্তিমূল্য-৮৭,৯৯,৫৩২.০০ টাকা, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ফজিলাতুন নেছা, স্বত্বাধিকারী শহীদ সরফরাজ মেহেরপুর বোসপাড়া।
ভোলাডাঙ্গা পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন- যার চুক্তিমূল্য-৮৪,০০,৯৭৫.৬৫২ টাকা, ঠিকাদারী প্রতিষ্ঠান কুষ্টিয়ার মিরপুরের মেসার্স ইউনিক ট্রেডার্স স্বত্বাধিকারী আনোয়ার হোসেন।
সিন্দুরকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন- যার চুক্তিমূল্য- ৮১,৭৩,৫৭২.০০ টাকা,
ঠিকাদারী প্রতিষ্ঠান চুয়াডাঙ্গা জীবননগরের মেসার্স জাকাতুল্লাহ এন্ড ব্রাদার্স।
বামন্দি নিশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন- যার চুক্তি মূল্য- ৭৮,২৯,৫৩৫.৪৫২ টাকা, ঠিকাদারী প্রতিষ্ঠান কুষ্টিয়ার মিরপুরের মেসার্স ইউনিক ট্রেডার্স স্বত্বাধিকারী আনোয়ার হোসেন।
কাষ্টদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন- যার চুক্তিমূল্য- ৫৯,২২,৭৯১.০৪৯ টাকা, ঠিকাদারী প্রতিষ্ঠান কুষ্টিয়ার মিরপুরের মেসার্স ইউনিক ট্রেডার্স স্বত্বাধিকারী আনোয়ার হোসেন।
প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, কেবলমাত্র অবকাঠামো দিক দিয়ে উন্নয়ন হলেই চলবে না, প্রত্যেকটি শিশুকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদেরকে নিতে হবে। যাতে প্রতিটি শিশু মানুষের মত মানুষ হয়ে দেশ ও উন্নয়ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি শিক্ষকদেরকে মার্জিত পোশাকে চলাফেরা করার পরামর্শ দিয়েছেন। কেননা, আজকের শিশুরা তাদেরকে অনুকরণ করেই ভবিষ্যতে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে উঠবে। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি পরিচালনা কমিটির সদস্যদেরকে যথাযথ দায়িত্ব পালনের পরামর্শ দেন। বিদ্যালয় পরিচালনা কমিটি সঠিকভাবে তাদের দায়িত্ব পালন না করলে সেই কমিটি ভেঙে দিয়ে কর্মঠ ব্যক্তিদের নিয়ে কোন কমিটি গঠনের পরামর্শ দেন তিনি। ব্যাপকভাবে আলোচিত দেশের সর্বপ্রথম শেখ হাসিনা কৃষক ছাউনীর স্বপ্নদ্রষ্টা ও রূপকার তিনি। তিনি বলেন, এলাকার মাটি ও মানুষের জন্য তিনি কাজ করতে চান। সকলের ঐকান্তিক সহযোগিতায় কেবলমাত্র পারে গাংনী উপজেলাকে দেশের মধ্যে মডেল উপজেলায় পরিণত করতে। দল-মত ভুলে গিয়ে এলাকা ও দেশের উন্নয়নে সকলকে কাঁধে কাঁধ মিলিয় কাজ করার আহবান জানিয়েছেন তিনি।
প্রত্যেকটি ভবনের উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন, উপজেলা এলজিইডি প্রকৌশলী গোলাপ আলী শেখ, গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান, রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহমেদ, ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, স্থানীয় ঠিকাদার ফারুক হাসান, এমপি সাহেবের একান্ত সহকারী মুক্তারুল ইসলাম, তেতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, সাবেক ছাত্রনেতা ও আওয়ামী যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আল ফারুক, সাবেক ছাত্রনেতা শেখ আনিসুজ্জামান লুইস, সাবেক ছাত্রনেতা হাসান রাজা সেন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলীসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।