গাংনী অফিসঃ মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আহম্মেদ আলীকে নৌকা প্রতীকে বিজয়ের লক্ষ্যে পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে পথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গাংনী বাজারের কাথুলী মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডঃ ইব্রাহিম শাহিন, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নুরজাহান বেগম। পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুর সঞ্চালনায় এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি মাস্টার, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, বামন্দি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, রায়পুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, গাংনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী আলফাজ উদ্দিন, আব্দুল হান্নান, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হাজী শফি কামাল পলাশ, সাবেক ছাত্রনেতা ও সাবেক এমপি মকবুল হোসেনের একান্ত সহকারী শাহিদুজ্জামান শিপু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিকসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।