মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ড এলাকার বিশিষ্ট হার্ডওয়্যার ব্যবসায়ী হাজী নজরুল ইসলাম করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি গাংনী বাজারের এস এম প্লাজা শপিং কমপ্লেক্সের রবিউল ইসলাম ও আশরাফুল ইসলামের বড় ভাই এবং মরহুম শুকুর মোহাম্মদের জ্যৈষ্ঠ পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ বাদ মাগরিব গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ চত্বরে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। মরহুমের সকল আত্মীয়-স্বজন ও এলাকাবাসীকে জানাজায় শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মরহুমের পরিবারের সদস্যরা।