তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (১৪/১০/২০২১) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন ও বুড়িপোতা ইউনিয়ন এবং গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়ন, ষোলটাকা ইউনিয়ন, ধানখোলা ইউনিয়ন ও রায়পুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন, ৪ নভেম্বর মনোনয়নপত্র বাছাই, ১১ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার শেষ দিন এবং ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, এর আগে দ্বিতীয় ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী ১১ নভেম্বর মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান, দারিয়াপুর, মোনাখালী ও মহাজনপুর ইউনিয়ন এবং গাংনী উপজেলার কাথুলী, তেতুঁলবাড়ীয়া, সাহারবাটি,মটমুড়া ও বামন্দি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
তফশীল ঘোষনার পরপরই এলাকায় শুরু হয়েছে উঠান বৈঠক, মোটরসাইকেল শোভাযাত্রা, আলোচনা সভাসহ নির্বাচনের বিভিন্ন কার্যক্রম।