স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় শুরু হয়ে ৮টি টিমের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মেহেরপুরের গাংনী ভলিবল টিম এবং রানার-আপ-বিষ্ণুপুর ভলিবল টিম।শামসুজ্জামানসোহাগ ডাটা সায়েন্টিস্ট, আয়ারল্যান্ড খেলাটির আয়োজন করেন।
জুড়ানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মাহাতাব উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান দামুড়হুদা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড: রফিকুল আলম রান্টু।
এ সময় মনির উদ্দীন মেম্বার, আরশের আলী, রজব উদ্দীন, মামুন মাজিদ, সাইফুল ইসলাম, জামিরুল ইসলাম, ইকরামুল হক, রফিক, ওয়াশিকুর রহমান, আকাশ হোসেন, আবু সাঈদ রতন প্রমুখ উপস্থিত ছিলেন।