মহান বিজয় দিবস ও সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ নানা আয়োজনে চুয়াডাঙ্গার দামুড়হুদায় পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে প্রত্যুষে দিবসটি উপলক্ষে ৫০ বার তোপধ্বনি করা হয়।
৫০ তম মহান বিজয় দিবস উপলক্ষে দামুড়হুদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দামুড়হুদা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার এর সভাপতিত্বে প্রধানমন্ত্রী ছিলেন চুয়াডাঙ্গা -২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগার টগর।
অনুষ্ঠান শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ চাঁদ আলী। বাংলাদেশের সকল শহীদদের স্মরণে ১ মিনিট নিরাবতা পালন করা হয়।
এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের প্রধানগণসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।