সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০:০৯ অপরাহ্ন

বাংলাদেশ আওয়ামীলীগ তৃণমূল মহিলা সমাবেশ উপলক্ষে মেহেরপুরের গাংনীতে প্রস্তুতিমূলক কর্মী সমাবেশ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৬১৮ বার পঠিত

বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূল মহিলা সমাবেশ উপলক্ষে মেহেরপুরের গাংনীতে প্রস্তুতিমূলক কর্মী সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার বিকেলে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।

সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা নুরজাহান বেগম, গাংনী উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যথাক্রমে নজরুল ইসলাম ও মনিরুজ্জামান মনি মাস্টার।

সমাবেশে বক্তব্য রাখেন যুব মহিলা লীগ নেত্রী লাইলা আরজুমান বানু শিলা,শাহানা ইসলাম শান্তনা, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু,গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, সাবেক ছাত্রলীগ নেতা সাহিদুজ্জামান শিপু, নারী নেত্রী ও মেহেরপুর জেলা পরিষদের সদস্যা গুলশানারা খাতুন, সাবেক ছাত্রলীগ নেত্রী জাকিয়া আলপনা প্রমুখ।

প্রধান অতিথি বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য দেন। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীককে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান। আগামী ১৫ ফেব্রুয়ারী গাংনীতে যুব মহিলা লীগের মহাসমাবেশের সম্ভাব্য তারিখ ঘোষণা করেন। যুব মহিলা লীগের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করছেন। কর্মী সমাবেশ শেষে প্রত্যেককে একটি করে শীতবস্ত্র (কম্বল) প্রদান করেন।

এ সময় বিভিন্ন গ্রাম হতে আগত যুব মহিলা লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo