এতদ্বারা সম্মানিত গ্রাহক সদস্যদবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনস্বার্থে জরুরী রক্ষণাবেক্ষন কাজের জন্য আগামীকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা হতে বিকেল ৫টা পর্যন্তু গাংনী-১ উপকেন্দ্রের ৭ নং ফিডারের আওতাধীন ঈদগাহপাড়া, পূর্ব মালসাদহ, এসএমপ্লাজা, মহিলা কলেজপাড়া, গোডাউনপাড়া, সন্ধানী স্কুল, শিশিরপাড়া, বাঁশবাড়িয়া, গাংনী পৌরসভা, উপজেলা পরিষদ, গাংনী থানা, থানাপাড়া, মাঠপাড়া, বসতিপাড়া, পল্লী বিদ্যুৎপাড়া, হঠাৎপাড়া, ঝিনের পুলপাড়া ও গাংনী বাজারের দক্ষিণ পাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
-কর্তৃপক্ষ
গাংনী জোনাল অফিস
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি।