মানব উন্নয়ন কেন্দ্র (মউক) এর সালিশ বৈঠকের মধ্যস্থতায় মেহেরপুর সদর উপজেলার নুরপুর গ্রামের বিধবা নারী সাবানা খাতুন বসতভিটা ফিরে পেলেন। বুধবার মউকের নিজস্ব কার্যালয়ে সালিশ মীমাংসা শেষে সাবানা খাতুন জানান, তার স্বামীর মৃত্যুর পর ২ সন্তান নিয়ে স্বামীর ভিটা ছাড়া হন তিনি। আশ্রয়হীন অবস্থায় পথে পথে ঘুরেছেন দীর্ঘ সময়। বিষয়টি জানতে পেরে মানব উন্নয়ন কেন্দ্র মউক এর নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিমের প্রচেষ্টায় উভয় পক্ষের উপস্থিতিতে সালিশের মাধ্যমে বিরোধের নিষ্পত্তি হয়। সালিশ বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সাবানা খাতুনের শ্বশুর ভাদু শেখ সাবানা খাতুনের এতিম শিশুসহ সমস্ত দায়িত্ব গ্রহণ করে তাকে শ্বশুরালয়ে নিয়ে যায়। অধিকার বঞ্চিত নারী সাবানাকে অধিকার ফিরিয়ে দিতে সহযোগিতা করায় মউকের নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সেলিমকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।