মেহেরপুরের গাংনীতে পৃথক অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা, ২ কেজি বিস্ফোরক দ্রব্য ও ১ বোতল বিদেশি মদ ও ১৫ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে গাংনী থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারী) বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটকসহ মাদক উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- উপজেলার তেতুলবাড়িয়া ইউনিয়নের পলাশীপাড়া গ্রামের হুমায়ুন কবিরের ছেলে হাসানুজ্জামান (১৯) ও একই ইউনিয়নের কল্যাণপুর জোয়াদ্দারপাড়ার শহিদুল ইসলামের ছেলে শামীম (২৮)।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গাংনীর পলাশী পাড়া গ্রামে হুমায়ুন কবিরের বাড়ির সিঁড়ির নিচে বাঙ্কার করে মাদক রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাতুল হাসান, মাসুদুর রহমান, এএসআই বিপ্লব হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে হাসানুজ্জামানকে আটক করেন। এ সময় ১৩ কেজি গাঁজা ও ২কেজি বিস্ফোরক দ্রব্য ও ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
অপরদিকে, বামন্দি পুলিশ ক্যাম্পের আইসি এস আই শরিফ হাবিবসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কল্যাণপুর জোয়ারদার পাড়ায় অভিযান চালিয়ে শামীমকে আটক করেন। এ সময় তার দেয়া তথ্যের ভিত্তিতে কল্যাণপুর মনসুর আলীর বাড়ির পিছনে আমবাগানের মধ্য থেকে ২ কেজি গাঁজা ও ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
মাদক উদ্ধারের সংবাদ পেয়ে মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন।
আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।