মেহেরপুরের গাংনীতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে ৭৪, মেহেরপুর -২ (গাংনী) আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন। তাঁর গাংনীস্থ বাসভবনের সামনে ৪ হাজার শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণের উদ্বোধন করা হয়।
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি আবু সাঈদ টোকনের সভাপতিত্বে এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মটমুড়া ইউপি চেয়ারম্যান সোহেল আহমেদ, সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক, এমপি’এর সহধর্মীনি লায়লা আরজুমান বানু শিলা, সজীব ওয়াজেদ জয় পরিষদ, মৎস্যজীবী লীগ, যুব মহিলা লীগ, জননেত্রী শেখ হাসিনা লীলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।