মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে লাল্টু মিয়া (৩৬) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার সকাল ১০ টার দিকে গাংনী ঈদগাহ পাড়ায় এ ঘটনা ঘটে। লাল্টু মিয়া গাংনী মহিলা ডিগ্রী কলেজ পাড়ার মৃত বিল্লাল হোসেনের ছেলে।
গাংনী ঈদগাহ পাড়ার জাকিরুল ইসলাম মাষ্টার জানান, তিনি লাল্টু নামের এক ব্যবসায়ীর নিকট থেকে প্লেন শীড ভাড়া নিয়েছিলেন। কাজ শেষ হওয়ায় আজ রোববার (১লা মে) সকালে লাল্টু ওই প্লেন শীড ফেরত নেওয়ার জন্য ছাদে উঠে। অসাবধানতাবশতঃ ছাদের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন তারের স্পর্শে লাল্টু ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাঃ সিমা খাতুন তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ২০১৯ সালে পল্লী বিদ্যুৎ অফিসে ছাদের উপর থেকে মেইন তার সরিয়ে নেওয়ার আবেদন ও নির্ধারিত ফিস জমা করলেও অদ্যাবধি তা সরিয়ে নেন নাই।
গাংনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: সীমা জানান, গুরুতর আহত লাল্টু গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।