মেহেরপুরের গাংনী থানা পুলিশের উদ্যোগে পথচারীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধি ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে গাংনী বাসস্ট্যান্ডে পথচারীদের মাঝে বিনামূল্যে এ মাস্ক বিতরণ করা হয়। এ কার্যক্রমের নেতৃত্ব দেন গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান ও ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম। করোনা পরিস্থিতিতে এ কার্যক্রম অব্যাহত রাখারও ঘোষণা দেন তিনি। এ সময় গাংনী থানা পুলিশের বিভিন্ন স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।