মেহেরপুর জেলায় মরণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিনিয়ত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে। এদের মধ্যে একজন মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রাম এবং অপর জন মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের। মঙ্গলবার ভোরের দিকে তারা দু’জনে মারা যান। কুরবান আলি (৬৫) এবং আশরাফ আলী (৬৫) নামের ওই দুই ব্যক্তি মৃত্যুবরণ করেন। এক সপ্তাহ পূর্বে ওই দুই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হন।