মেহেরপুরে করোনার মৃত্যুর তালিকায় যোগ হলো আরো একজন। করোনায় আক্রান্ত হয়ে লাল বানু (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। করোনা উপসর্গ নিয়ে ওই নারী মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি হন। বুধবার বিকেলে দিকে চিকিৎধীন অবস্থায় লালবানু’র মৃত্যু হয়। লালবানু মেহেরপুর শহরের শেখপাড়ার আমিরুল ইসলামের স্ত্রী।
লালবানু’র মৃত্যুতে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু করে বুধবার দুপুর পর্যন্ত এই মহামারীতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ জনে। এর আগে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর পর্যন্ত আরো ৪ জনের মৃত্যু হয়।
মৃত ব্যক্তিরা হলেন, মেহেরপুর পৌর এলাকার শেখপাড়ার হায়াত শেখ এর স্ত্রী রশিদা খাতুন (৭০),মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে পলাশ (৫৫) একই উপজেলার দারিয়াপুর গ্রামের মোহর আলী ছেলে শাহাব উদ্দিন (৭০) এবং গাংনীর ফরমান আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৫৫) মৃত্যুবরণ করেন।