রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৪:১৬ অপরাহ্ন

মেহেরপুরে গৃহহীন পরিবারের মাঝে জমির দলিলসহ বাড়ি হস্তান্তরের উদ্বোধন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৬১১ বার পঠিত

এক আকাশের নীচে একটি দেশ, অপার সম্ভাবনার বাংলাদেশ’- এই প্রতিপাদ্যে দেশব্যাপী আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩২ হাজার ৯০৪টি গৃহহীন-ভূমিহীন দুস্থ পরিবারের কাছে ঈদ উপহার হিসেবে জমির দলিলসহ বাড়ি হস্তান্তরের উদ্বোধন করেন।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের আওতায় মেহেরপুর সদরের উপজেলা পরিষদ মিলনায়তন সদর উপজেলার ৪০ টি পরিবারের হাতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্বরুপ দলিলসহ বাড়ি হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান দলিলসহ ঘর গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডঃ ইয়ারুল ইসলাম,সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন, মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহানউদ্দিন আহমেদ চুন্নু, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহজামান, সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

একই সাথে মুজিবনগর উপজেলা মিলনায়তনে ১১ টি পরিবারকে দলিলসহ বাড়ি হস্তান্তর করা হয়। এ সময় মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, জেলা আওয়ামী লীগ এর সদস্য রফিকুল ইসলাম তোতা ,মোনাখালি ইউনিয়ন এর চেয়ারম্যান মফিজুর রহমান,বাগুয়ান ইউনিয়ন এর চেয়ারম্যান আইউব আলী, দারিয়াপুর ইউনিয়ন এর চেয়ারম্যান রবি, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, মুজিবনগর উপজেলা আবাসিক চিকিৎসক মাহমুদুর রহমান শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস (পিআইও) অনুষ্ঠানের আয়োজন করে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo