মেহেরপুরের বুড়িপোতা ইউনিয়নের হরিরামপুর গ্রামে তোফাজ্জেল হোসেন (৫০) নামের এক ছাগল ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাতের কোন এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা এলাকাবাসীর। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে ঐ গ্রামের উত্তরপাড়ার আব্দুল করিমের লিচু বাগানের পাশের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তোফাজ্জেল হোসেন ঐ গ্রামের মৃত বকস বিশ্বাসের ছেলে।
নিহতের স্ত্রী মনিতাজ খাতুন জানান, তার স্বামী একজন ছাগল ব্যবসায়ী ও ঘটক। রোববার রাত ৯ টার দিকে মেয়ের বিয়ে সংক্রান্ত বিষয়ে একই গ্রামের শরিফ উদ্দীনের সাথে দেখা করতে যান। এ সময় তার কাছে ৫০ হাজার টাকাও ছিল। এরপর আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ খবর নেওয়া হয়েছে কিন্তু তার সন্ধান মেলেনি। শরিফ উদ্দীনের মেয়ের বিয়ের ঘটকালি করছিলেন তিনি। মেয়ে অন্য কারো সাথে চলে যায়। এসব বিষয়ে কথা বলার জন্যই তিনি শরিফ উদ্দিনের বাড়িতে যান। শরিফ উদ্দিনের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। সোমবার (১০ জনুয়ারী) বেলা সাড়ে ১১ টার দিকে গ্রামের উত্তরপাড়ার আব্দুল করিমের লিচু বাগানের পাশের মাঠে তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পরিবারকে খবর দেয়। সংবাদ পেয়ে সার্কেল এসপি অপু সরোয়ারসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ উদ্ধার করে মর্গে পাঠান। তার কপাল, মুখ ও শরীরে ক্ষত ছিল।
মেহেরপুর সার্কেল এসপি অপু সরোয়ার জানান, কি কারণে এ হত্যাকান্ড হয়েছে তা স্পষ্ট নয়। তবে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছেন পুলিশ। এ হত্যাকান্ডের সাথে জড়িতদের তদন্ত সাপেক্ষে খুঁজে বের করা হবে।