রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০৬:২৩ পূর্বাহ্ন

মেহেরপুরে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৫৯৯ বার পঠিত

মেহেরপুরে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) জেলা প্রশাসন দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং মেহেরপুর জেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এ পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এরপর পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার রাফিউল আলম, মুক্তিযোদ্ধা ও জেলা শিল্পকলা একাডেমীর পক্ষের জেলা প্রশাসক ড. মোহাম্মদ মনসুর আলম খান, জেলা পরিষদের পক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, মেহেরপুর পৌরসভা মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন, পৌরসভা ও যুবলীগের পক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন,  পৌর আওয়ামী লীগের পক্ষের সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, সরকারি কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার, সরকারি মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, ছহিউদ্দীন ডিগ্রি কলেজের পক্ষ অধ্যক্ষ একরামুল আজিম, টিটিসির পক্ষে অধ্যক্ষ আরিফ আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষের সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিন, সামাজিক বন বিভাগের পক্ষে জাফরুল্লাহ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পক্ষে পরিদর্শক আব্দুল মান্নান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পক্ষে উপ-সহকারী পরিচালক নজমুজ্জামা, পুষ্প মাল্য অর্পণ করেন।

এছাড়াও মেহেরপুর সরকারি গণগ্রন্থাগার, পল্লী বিদ্যুৎ, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সমবায় অফিস, কৃষিবিদ ইনস্টিটিউশন, কৃষি ব্যাংক, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজ,জেলা আনসার ভিডিপি সহ বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি দফতরের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুস্পমাল্য অর্পণ করা হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় সেখানে দোয়া করা হয়।

সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, দিবসটি উপলক্ষে হাসপাতাল, কারাগার, শিশু পরিবার ও এতিমখানায় মিষ্টি বিতরণ এবং উন্নতমানের খাবার পরিবেশন, বাদ জোহর বিভিন্ন মসজিদে জাতির পিতার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার মাহফিল, মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা, শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক আলোচনা সভা, রচনা, কুইজ, চিত্রাংকন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা সাড়ে ৭ টায় শিশু সংগীতশিল্পী, নৃত্য শিল্পী ও শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo