মেহেরপুরে প্রতিবন্ধীকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে মেহেরপুরের চাঁদবিল গ্রামস্থ ইম্প্যাক্ট ফাউন্ডেশনের সভাকক্ষে গনমাধ্যম কর্মীদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ইম্প্যাক্ট ফাউন্ডেশনের মেহেরপুর প্রোগ্রাম (কর্মসূচী) এর প্রশাসক শফিকুল ইসলাম। প্রশিক্ষণ পরিচালনা করেন,ফাউন্ডেশনের চুয়াডাঙ্গা অফিসের প্রশিক্ষক টিপু সুলতান ও সোনিয়া সুলতানা এবং গাংনী অফিসের ব্যবস্থাপক শামীম আহমেদ। এসময় গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা আমিরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাভেলসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার (২৫ জন) সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় ইম্প্যাক্ট ফাউন্ডেশনের স্বাস্থ্যসেবা ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিস্তর আলােচনা করা হয়।