করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারি সামলে ওঠার প্রেক্ষাপটে এবার ১৬ ডিসেম্বর বিজয় দিবস জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্যভাবে উদযাপন করার পরিকল্পনা মেহেরপুর প্রশাসনের। মহান বিজয় দিবস উপলক্ষে কুজকাওয়াজ অংশগ্রহণকারী মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় বিএম কলেজ এবং জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সম্মিলিত কুজকাওয়াজ প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে।
বুধবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে সম্মিলিত কুজকাওয়াজের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম দুটি দলের সম্মিলিত কুজকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এসময় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজ এবং জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্রশিক্ষণার্থীরা মনোজ্ঞ কুচকাওয়াজ প্রদর্শন করেন। দুটি প্রতিষ্ঠান চারটি দলে ১৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।