মেহেরপুর জেলার বিভিন্ন পুজামন্ডপে নগদ অর্থ প্রদান করেছে স্বর্গীয় শচীন্দ্র নাথ বিশ্বাসের পরিবার। গাংনী উপজেলা বাজারের কাথুলী মোড়ে পপুলার ডায়াগনস্টিক ক্লিনিকে স্বর্গীয় শচীন্দ্র নাথ বিশ্বাসের পরিবারের পক্ষ থেকে তিনটি উপজেলার ২২টি পুজা মন্ডবের অনুকূলে ১ লক্ষ ৩০ হাজার নগদ অর্থ প্রদান করা হয়।
স্বর্গীয় শচীন্দ্র নাথ বিশ্বাসের জ্যেষ্ঠপুত্র সুকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তার সহোদর মেজো ভাই অশোক চন্দ্র বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন মাই টিভি ও দৈনিক বণিকবার্তা’র মেহেরপুর জেলা প্রতিনিধি এবং গাংনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব আলম। এ সময় বিভিন্ন পুজামন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিজয় টিভির ও সময়ের আলোর’র মেহেরপুর জেলা প্রতিনিধি তৌহিদ উদ দৌলা রেজা এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।