মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের পুরাতন দরবেশপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় আশরাফুল ইসলাম (৩২) নামের এক কৃষক নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরিফ হোসেন (৩২) নামের আরো এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে চুয়াডাঙ্গা- মেহেরপুর মহাসড়কের পুরাতন দরবেশপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত আশরাফুল ইসলাম পুরাতন দরবেশপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে এবং আহত আরিফ হোসেন একই গ্রামের আবুল হোসেনের ছেলে।
মেহেরপুর সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি প্রিমিয়ার সিমেন্ট বহনকারী ট্রাকের ধাক্কায় এ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ট্রাক চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার (৩০ মার্চ) সকালে আশরাফুল ও আরিফ নামের দুই ব্যক্তি পুরাতন দরবেশপুর গ্রামে চুয়াডাঙ্গা- মেহেরপুর মহাসড়কের রাস্তার পাশে বসে গল্প করছিল। এমন সময় প্রিমিয়ার সিমেন্ট বহনকারী দ্রুতগতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আশরাফুল ও আরিফকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ট্রাকটির রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা-মেট্রো -উ ১১-২১৬৭। সংবাদ পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আশরাফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আরিফ হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে। তবে আরিফ হোসেনের অবস্থাও আশঙ্কাজনক।
উল্লেখ্য, গত ২৪ মার্চ একই গ্রামে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছে। মহাসড়কটিতে দুর্ঘটনা রোধকল্পে স্পিড ব্রেকার দেয়ার দাবি এলাকাবাসীর।