মেহেরপুরের গাংনী পৌরসভার নব নির্বাচিত মেয়র আহম্মেদ আলী কে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন সবুজ আন্দোলন মেহেরপুর জেলা শাখা।
সোমবার সন্ধ্যায় পৌর মেয়র এর নিজস্ব কার্যালয়ে এ শুভেচ্ছা দেওয়া হয়।
সবুজ আন্দোলনের পক্ষ থেকে ফুলের তোড়া তুলে দেন সবুজ আন্দোলনের মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক নিলুফার ইয়াসমিন রুপা, যুগ্ম আহ্বায়ক এহসান কবির সবুজ, যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলাম, হেলাল উদ্দিন হিলু, আতাউর রহমান, উপদেষ্টা মিজানুর রহমান মিজান, জাবেদুর রহমান জনি, কার্যকরী সদস্য মামুন পারভেজ, সাহাবুল ইসলাম, সদস্য রমজান আলী প্রমূখ।সবুজ আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, মেহেরপুর জেলাকে সবুজে সবুজে ভরে দিতে এবং দূষণমুক্ত করতে কাজ করবে সবুজ আন্দোলন।পরিবেশকে দূষণমুক্ত রাখতে এবং গাংনী পৌরসভাকে একটি গ্রিন পৌরসভা করে গড়ে তুলতে সবুজ আন্দোলনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন গাংনী পৌরসভার নব নির্বাচিত মেয়র আহম্মেদ আলী।