মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিরস্ত্র) অজয় কুমার কুন্ডুকে চৌকস এসআই হিসেবে স্বীকৃতিক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার দিয়েছে মেহেরপুর জেলা পুলিশ সুপার। আজ রোববার (২০ ফেব্রুয়ারী) জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এক আনন্দঘন পরিবেশে মেহেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার রাফিউল আলম স্বহস্তে এ ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন।
কর্মক্ষেত্রে জনুয়ারী/২২ মাসে কৃতিত্বপূর্ণ অবদান, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন ও ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এ পুরস্কার দেয়া হয়।
এ সময় মাসিক কল্যাণ সভায় অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সরা উপস্থিত ছিলেন।