মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর খসরু আল মামুনের অভিযানে হেরোইনসহ প্রদীপ নামের একজনকে আটক করা হয়েছে। শনিবার দুপুরের দিকে মেহেরপুর থানা সড়ক এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ০১ গ্রাম (দুই পুরিয়া) হেরোইন উদ্ধার করা হয়।
দণ্ডিত প্রদীপ কুমার দাশ মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের বিদ্যুৎ কুমার দাসের ছেলে।
পরে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হেরোইন রাখার অপরাধে প্রদীপ কুমার দাসকে ৩ মাসের কারাদণ্ড ও ১শ’ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্ত।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬১ (১৬) কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন।