মেহেরপুরে মাদক মামলার পলাতক আসামী হাসান (৩২)কে মামলা রুজু হওয়ার মাত্র ৪ ঘণ্টা পর গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাসান রাধাকান্তপুর গ্রামের মোখলেসুর রহমানের ছেলে।
এর আগে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার মামলায় তাকে আসামি করে সদর থানায় একটি মামলা রুজু করা হয়। মামলা নম্বর ১০, তারিখঃ ১৩/০৩/২০২১ ইং।
তার বিরুদ্ধে আরো ৩ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুরে সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের মাদক মামলার আসামী হাসান রাধাকান্তপুর গ্রামের বাজারে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই জসীমউদ্দীন ও মাহাতাব উদ্দিন অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তিনি আরো জানান, বিজ্ঞ আদালতে তার বিরুদ্ধে আরও ৩ টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। মামলার পর থেকে হাসান পলাতক ছিলেন।