মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এলাকা-১ (গাংনী) পরিচালক পদে নির্বাচনে (বৈদ্যুতিক বাল্ব) মার্কা প্রতীকে ১ হাজার, ৪শ’ ৮৬ ভোট পেয়ে উপজেলার কাজিপুর ডিগ্রী কলেজের প্রভাষক রিয়াজ আহম্মেদ বিজয়ী হয়েছেন।
একমাত্র প্রতিদ্বন্দ্বি গাংনী উপজেলার ওলিনগর গ্রামের বাসিন্দা ও বামন্দি বাজারের ব্যবসায়ী আমজাদ হোসেন (বৈদ্যুতিক সিলিং ফ্যান) মার্কা প্রতীকে পেয়েছেন ১হাজার, ২শ’ ০১ ভোট। প্রভাষক রিয়াজ আহম্মেদ উপজেলার বাদিয়াপাড়া গ্রামের মৃত আহম্মেদ আলীর ছেলে।
রোববার (১৬ জানুয়ারী) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহণ। উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণে পুলিশ বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
নির্বাচনে রিটার্নিং অফিসার ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির উপ-পরিচালক (কারিগরী) আবু হানিফ।
নির্বাচন কার্যক্রমে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী পরিচালক সোহেল রানা, সহকারী প্রকৌশলী এনামুল হক ও মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (এম এস) ফরহাদ হোসেন।
নির্বাচনের মোট ভোটার সংখ্যা ৫১ হাজার, ৩শ’ ২৭ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছে ২ হাজার,৭শ’ ০২ জন। ভোট বাতিল হয়েছে ১৫টি।
ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ায় পর প্রভাষক রিয়াজ আহম্মেদ কিছুটা আবেগ আপ্লুত হয়ে পড়েন। এলাকাবাসী যে দায়িত্ব তাকে দিয়েছেন তিনি যেন তা সততা ও সুনামের সাথে পালন করতে পারেন সে জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।
প্রভাষক রিয়াজ আহম্মেদ এলাকা- (গাংনী) পরিচালক পদে নির্বাচিত হওয়ায় উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।