মেহেরপুর পৌরসভা নির্বাচনে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র ২ জন, পুরুষ কাউন্সিলর ৪৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর ১৫ জন প্রার্থীদের মধ্যে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
মেহেরপুর পৌর নির্বাচনে মেয়র পদে পৌরসভার বর্তমান মেয়র ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান রিটন (নৌকা), সাবেক মেয়র মোতাছিম বিল্লাহ মতু (নারকেল গাছ) প্রতীক পেয়েছেন।
এবারের পৌর নির্বাচনে ২ জন মেয়র ও নারী-পুরুষ কাউন্সিলরসহ ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন অফিসার ও রিটার্ণিং কর্মকর্তারা মুহাম্মদ আবু আনছার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
এদিকে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুক্রবার থেকে প্রার্থীরা প্রতীক নিয়ে প্রচারণা চালাতে পারবেন। ফলে আজ শুক্রবার (২৭ মে) থেকেই প্রার্থীরা জোরেশোরে প্রচারণা শুরু করেছেন।
আগামী ১৫ জুন মেহেরপুর পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের ৩২ ঘণ্টা আগে প্রার্থীদের প্রচারণা বন্ধ করতে হবে।
এ ব্যাপারে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আবু আনছার জানান, দলের মনোনীত মেয়র প্রার্থী দলীয় প্রতীকই বরাদ্দ পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী অন্য প্রতীকগুলোর মধ্য থেকে প্রস্তাবিত পছন্দের প্রতীক নিয়েছেন।