মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক ড. মুহম্মদ মুনসুর আলম খান কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পিপি পল্লব ভট্টাচার্য সহকারী কমিশনার মাশতুরা আমিনা, আসাদুজ্জামান নূর, আহম্মেদ মোফাসসের প্রমূখ এ সময় উপস্থিত ছিলেন।