মেহেরপুরে মানবউন্নয়নমূলক ও সেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধন’ এর পক্ষ থেকে মানবতার দেওয়াল উদ্বোধন করা হয়ছে। বৃহস্পতিবার বিকেলে এ দেয়ালের উদ্বোধন করা হয়। প্রতিপাদ্যের মুলমন্ত্র “আপনার প্রয়োজনীয় শীত বস্ত্র নিয়ে যান ” এবং “আপনার অপ্রয়োজনীয় বস্ত্র দিয়ে যান ” মেহেরপুরের ৬টি স্থানে বন্ধনের পক্ষ থেকে দেওয়া হয়েছে মানবাতার এ দেওয়ালের স্টল। স্টলগুলো সবার জন্য উন্মুক্ত, সেখানে নেই কোন দায়িত্বে নিয়োজিত সর্বক্ষণিক কোন লোকজন নেই। কোন বাঁধা ছাড়়াই সকলেই পাচ্ছেন সেবাটি। শুধুমাত্র তাই নই “বন্ধন” সংগঠনটি বিভিন্ন প্রয়োজনে মানুষের পাশে দাড়ানোর ভিতরে অন্যতম হলো সেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে ৩৫০০+ ব্যাগ সেচ্ছায় রক্তদান। বিভিন্ন অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সমাজের বিত্তবানরা চাইলে সাহায্য করতে পারেন। হয়তো একটুখানি সাহায্য একজন অসহায় মানুষের হাসির কারণ হতে পারে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হুমায়ূন কবির হিমেল জানান যে তিনি নিজের সাধ্যমতো মানুষের পাশে দাড়াবেন মানুষকে সেবা করে যাবেন। তিনি বর্তমানে ফেনী পলিটেকনিক ইন্সটিটিউটের ৬ষ্ঠ সেমিষ্টার ও ৩য় বর্ষের ছাত্র। এ সময় সংগঠনটির উপদেষ্টা সদস্য রাজন, বন্ধনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ূন কবির হিমেল, সহ-সভাপতি শাকিল কেন্দ্রীয় কমিটি বন্ধন, এবং ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক সম্পাদক প্রিয়াংকা হালদার কেন্দ্রীয় কমিটি বন্ধন। এছাড়াও বন্ধনের সদস্য মন্ডলী আকবর, সজিব প্রমুখ উপস্থিত ছিলেন।