মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামে অগ্নিকাণ্ডে তিন ব্যক্তির বাড়ি পুড়ে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলের দিকে ওই গ্রামে নিমস্বরণ পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি টিম প্রায় ঘন্টাব্যাপী প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে এক ব্যক্তির সম্পূর্ণ বসত বাড়ি এবং বাকি দুজনের আংশিক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন কাজিপুর নিমস্বরণ পাড়ার দুখু মিয়ার ছেলে লাল্টু, অগ্নিকাণ্ডে নগদ টাকা এক লাখসহ তার সম্পূর্ণ বসত বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ছয় লাখ টাকা। একই এলাকার আলী হোসেনের ছেলে মতিউর রহমানের ড্রামে রাখা গম ও ধানসহ বাড়ির আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। তার ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষ টাকা। একই সাথে মুক্তার চৌকিদারের ছেলে খবির উদ্দিনের ড্রামে রাখা গম ও ধানসহ বাড়ির আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ দুই লাখ টাকা।
বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশনের ইনচার্জ রুবেল রানা জানান, উপজেলার কাজিপুর গ্রামের নিমস্মরণ পাড়ায় কয়েকটি বসত বাড়িতে আগুন লেগেছে এমন সংবাদ পেয়ে টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলের পৌঁছায়। প্রায় দেড় ঘন্টা যাবৎ প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে লাল্টু নামে ব্যক্তির বসত ঘরের মধ্যে থাকা নগদ টাকাসহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। মতিউর রহমান এবং খবির উদ্দিনের ড্রামে রাখা গম ও ধান এবং বসতঘরের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বরাত দিয়ে তিনি জানান, ১ লক্ষ নগদ টাকারসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রান্নার চুলা থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওই কর্মকর্তা।
ঘটনার পরপরই গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং প্রাথমিকভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করেন।