মেহেরপুরের গাংনীতে বিদ্যুতায়িত হয়ে রাব্বি (১১) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাজিপুর গ্রামে এ র্ঘটনা ঘটে। রাব্বি কাজিপুর মুন্সিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র ও একই গ্রামের মাঠ পাড়ার কৃষক মহাব্বত আলীর ছেলে।
কাজিপুর ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ড সদস্য আজিজুল ইসলাম জানান, রাব্বি আজ সকালে শয়ন কক্ষের দরজা খুলে বাইরে যাওয়ার সময় হঠাৎ করে বিদ্যুতায়িত হয়ে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল জানান উপজেলার কাজিপুর গ্রামে বিদ্যুতায়িত হয়ে এক স্কুল পড়ুয়া ছাত্রের মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।