বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সরকারি তিতুমীর কলেজ শাখার আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সংসদ। আগামী এক বছরের জন্য ঘোষিত এই কমিটিতে সেলিম রেজা সভাপতি ও জাহিদ হাসান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামান মোল্লা ও কেন্দ্রীয় নেতা নাজমুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন শাকিল আলম, আর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আহসান হাবীব, শাহজাহান সিরাজ, জোবায়ের ইসলাম, আবদুল্লাহ তানু, পলক ধর, মাহফুজ আলম মাহফুজ ও মোঃ বিপ্লব হোসেন।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আব্দুর রহমান রকি। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন রাসেল রানা, ওয়ালি উল্লাহ, মীর সোহান, নিজাম হায়দার, মোরশেদ হাসান, নেসার উদ্দীন ও আহম্মেদ আসহার শোভন।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সবুজ মাদবর। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোসাদ্দেক সাদ, রাকিবুল ইসলাম, নাইম ইসলাম ও মাহমুদ হাসান। এ ছাড়া দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক তাইবুল ইসলাম এবং অর্থ সম্পাদক আউয়াল সাকিব মনোনীত হয়েছেন।
কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা উল্লেখ করা হয়েছে— আল-রাজী কমপ্লেক্স (৩য় তলা), বিজয়নগর পানির ট্যাংক, পুরানা পল্টন, ঢাকা।
নতুন কমিটির নেতারা জানান, শিক্ষা, অধিকার ও প্রগতির মন্ত্রে বিশ্বাসী থেকে তিতুমীর কলেজে ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ে তারা কাজ করবেন।