মেহেরপুরের গাংনী পৌরসভার ভিটাপাড়া ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলাম ভোলা কসাই ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভোলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের মৃত আত্তাব মোল্লার বড় ছেলে।
আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল পৌনে সাতটার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিছুদিন যাবত তিনি হৃদরোগ সমস্যায় ভুগতে ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি পেশায় কসাই ছিলেন।
জানা গেছে, সিরাজুল ইসলাম ভোলা মূলত চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া গ্রামের বাসিন্দা ছিলেন। পরবর্তীতে তিনি গাংনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ভিটাপাড়ায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা একজন সদালাপী ও পরিশ্রমী মানুষকে হারানোর শোক প্রকাশ করেছেন।
মরহুমের জানাজা আজ সোমবার (২৭ অক্টোবর) বাদ আসর গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ।
মরহুমের আত্মীয়-স্বজন ও স্থানীয় সকল ধর্মপ্রাণ মুসল্লিদের জানাযায় শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ছোট ছেলে শ্যামলী এন আর কাউন্টারের ম্যানেজার আশরাফুল আলম।