বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দলের মেহেরপুর জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আগামী এক বছরের জন্য ঘোষিত এই কমিটিতে সাহেব আলী সেন্টু সভাপতি ও ইমন বিশ্বাস সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বুধবার (২২ অক্টোবর ২০২৫) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হাজী আনোয়ার হোসেন রানা ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাদিরা আক্তার উর্মী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন শামিম হাসান সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান এ ছাড়াও প্রচার সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফিরোজ হাসান।
কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা উল্লেখ করা হয়েছে— ২৮/১ নয়াপল্টন, ভিআইপি রোড, ঢাকা-১০০০

নতুন কমিটির নেতারা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দলের আদর্শে বিশ্বাসী থেকে মেহেরপুর জনগনের ন্যায্য অধিকার আদায়ে কাজ করবেন তারা।