মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল চালক সাদ্দাম হোসেন (৩৬) কে জখম করে মোটরসাইকেল ও নগদ টাকা ডাকাতি করে পালিয়েছে ৬-৭ জনের একটি ডাকাত দল। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার সাহারবাটি-গাঁড়াডোব পাকা সড়কের কালভার্ট এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। সাদ্দাম হোসেন গাংনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বাগানপাড়ার সিদ্দিকুর রহমানের ছেলে।
গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
গাংনী থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে সাদ্দাম হোসেন ও গাংনী পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ড বাগানপাড়ার জামাল হোসেনের ছেলে লাভলু (৩৫) তারাবির নামাজ শেষ করে হোন্ডা হর্নেট ১৫০ সিসি (টিয়া রঙের) মোটরসাইকেল নিয়ে গাঁড়াডোব-সাহারবাটি রোডে ঘুরতে বের হয়। পথিমধ্যে পাকা রাস্তার কালভার্ট সংলগ্ন বাঁশবাগানের কাছে পৌঁছালে ডাকাত দলের ৬-৭ জন সদস্য মুখ বাঁধা অবস্থায় মোটরসাইকেলের গতি রোধ করে তাদেরকে ধরে মাঠে নিয়ে যায় এবং চোখ বেঁধে তাদের কাছ থেকে নগদ ১২ হাজার টাকাসহ দুটি মোবাইল ছিনিয়ে নেয়।
কিছুক্ষণ পর মাঠের ভিতরে মাটিতে ফেলে সাদ্দাম হোসেনকে দেশি ধারালো অস্ত্র দিয়ে কোমরের পিছনে জখম করে এবং তার কাছে থাকা হর্নেট টিয়া রঙের মোটরসাইকেল ডাকাতি করে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তাদের ডাক ও চিৎকার শুনে পথচারীরা তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আহত সাদ্দাম হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসার জন্য ভর্তি রাখেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, ডাকাতির ঘটনার সংবাদ শুনে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতদের ধরতে ও ডাকাতির মালামাল উদ্ধারে পুলিশ মাঠে রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।