মেহেরপুরের গাংনী উপজেলার শিমুলতলা গ্রামের মোছাঃ আফরিন নাহার তার পরিবারের প্রাপ্য জমির অংশ না পাওয়ায় সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (১৫ অক্টোবর) নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ অভিযোগ তুলে ধরেন। আফরিন নাহার শিমুলতলা গ্রামের মরহুম রেজাউল হকের মেয়ে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোছাঃ আফরিন নাহার বলেন, তার দাদা মৃত ইছাহাক আলী ১৯৯৬ সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর ওয়ারিশ সূত্রে পাওয়া জমি থেকে তার বাবা মোহাঃ রেজাউল হক পরিবারের সদস্যদের নামে রেজিস্ট্রিকৃতভাবে জমি বণ্টন করে দেন।
কিন্তু বর্তমানে তার সেজ চাচা শরিফুল ইসলাম (বাকী) ও চাচাতো ভাই মাছুম বিল্লাহ জোরপূর্বক ওই জমি দখল করে রেখেছেন।
তিনি অভিযোগ করেন, তার বাবা জীবদ্দশায় ৭.৮৭ একর (প্রায় ২৩ বিঘা) জমি নিজের স্ত্রী ও দুই কন্যার নামে দলিল করে দেন এবং নিয়মিত খাজনাও পরিশোধ করে আসছিলেন। এরপরও শরিফুল ইসলাম (বাকী) মিথ্যা তথ্য দেখিয়ে জমি দখল করে নেয়।
আফরিন নাহারের দাবি, এ বিষয়ে তার চাচা উল্টো মিথ্যা বাটোয়ারা মামলা দায়ের করেছেন এবং সমাজে অপপ্রচার চালাচ্ছেন।
অন্যদিকে, এ অভিযোগ অস্বীকার করে শরিফুল ইসলাম বাকি জানান, উপরোক্ত সমস্ত অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিজ্ঞ আদালতে মামলা রয়েছে। আদালতেই ফয়সালা হবে। একই কথা জানিয়েছেন মাসুম বিল্লাহ।