মেহেরপুরের গাংনী উপজেলায় জুয়া খেলার সময় ৬ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ৫৪ হাজার ২০৫ টাকা ও এক সেট তাসসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৫ অক্টোবর ২০২৫) দিবাগত রাত আনুমানিক ১২ টার দিকে গাংনী থানার সাহারবাটি চারচারা বাজার এলাকায়।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ রাজন নামে এক ব্যক্তির সবজি আড়তের ভেতর তাসের মাধ্যমে টাকার বিনিময়ে জুয়া খেলার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।
অভিযানে ঘটনাস্থল থেকে জুয়া খেলার অভিযোগে ৬ জনকে আটক করা হয়। তারা হলেন- সাহারবাটি ক্লাব পাড়ার ফাইনাল মালিথার ছেলে জিহান (৩০), একই পাড়ার আব্দুল হালিমের ছেলে মাসুদ (৩৫), সাহারবাটি চারচারা বাজার এলাকার মৃত ওসমান কারিগরের ছেলে ইমাদুল (৪৫), সাহারবাটি মধ্যপাড়ার মৃত নুরুল ইসলামের ছেলে মফিজুর রহমান (৪৫), সাহারবাটি চার চারা বাজার এলাকার মৃত আলাল উদ্দিন এর ছেলে আসাদুল হক (৩৬), মেহেরপুর সদর থানার কালি গাংনী মধ্যপাড়া মৃত আবুল কাশেমের ছেলে বাবুল (২৮)। তবে অভিযানের সময় রাজন (৩২) নামে অপর এক ব্যক্তি পালিয়ে যায় বলে জানায় পুলিশ।
অভিযানে আসামীদের কাছ থেকে মোট ৫৪,২০৫ টাকা নগদ, এক সেট তাস ও জুয়ার বোর্ড জব্দ করা হয়। উদ্ধারকৃত টাকার মধ্যে ১,০০০ টাকার নোট ২৪টি, ৫০০ টাকার নোট ৫০টি, এবং বিভিন্ন মূল্যমানের আরও কিছু নোট ছিল।
জব্দকৃত আলামত ও আটক আসামীদের থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় গাংনী থানায় মামলা নং-০৮, তারিখ ০৫/১০/২০২৫ ইং অনুযায়ী ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩ ও ৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।
গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল (ওসি) বলেন, আটক হওয়া ব্যক্তিরা হলেন জুয়াড়ি। তারা নিয়মিত এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।