মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১২:০২ অপরাহ্ন

গাংনীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শ্রবণ যন্ত্র বিতরণ

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭২৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শ্রবণ যন্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে আনুষ্ঠানিকভাবে এ হুইল চেয়ার ও শ্রবণযন্ত্র বিতরণ করা হয়।

গাংনী উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ হুইল চেয়ার ও শ্রবণযন্ত্র বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। অনুষ্ঠানে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ধীন জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের উদ্যোগে এ হুইল চেয়ার ও শ্রবণ যন্ত্র বিতরণের আয়োজন করে গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অফিস। এ সময় আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতুসহ প্রতিবন্ধী ও প্রতিবন্ধী পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo