মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ফারহানা ওয়াহিদা অমি (২৬) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ফতেপুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারহানা ওয়াহিদা অমি মেহেরপুর শহরের কাঁসারী পাড়ার আব্দুল ওয়াহেদ চঞ্চলের মেয়ে এবং গণিত শিক্ষক রাইনুল ইসলামের স্ত্রী।

স্থানীয় হিরোক জানান, সকালে রাইনুল ইসলাম মোটরসাইকেল যোগে স্ত্রী অমিকে নিয়ে মেহেরপুর কাঁসারীপাড়া থেকে নিজ বাড়ি রামদাসপুর গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে ফতেপুর ব্রিজ এলাকায় পৌঁছালে বালুভর্তি একটি ট্রাককে ওভারটেক করার সময় রাস্তার পাশে স্তুপ করে রাখা ইট ও বালি দেখে মোটরসাইকেলটির গতিরোধ করার চেষ্টা করেন। ওই সময় মোটরসাইকেলের আরোহী অমি পিছন থেকে সড়কের ওপরে সিটকে পড়লে পিছন থেকে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে অমিকে পিষ্ট করে পালিয়ে যায়। ট্রাকের রেজিস্ট্রেশন নম্বর (ঢাকা মেট্রো-ট ১৮-৪১৭৫)

খবর পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ জানান, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার সাথে জড়িত ট্রাকটিকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।