মেহেরপুরের গাংনীতে সম্ভাবনাময় সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণে এক দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ (রাজস্ব) কোর্স অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা সমবায় কার্যালয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ প্রশিক্ষণ কোর্সে স্বাগত বক্তব্য রাখেন গাংনী উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক। উপজেলার ৭টি সমবায় সমিতির মোট ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।
প্রশিক্ষনে মৎস্য বিষয়ে বিভিন্ন সমস্যা ও তার সম্ভাব্য সমাধান এবং পরামর্শমূলক আলোচনা করেন উপজেলা মৎস্য অফিসার হোসেন আহমেদ।
পশুপালন বিষয়ে বিভিন্ন রোগ ও তার সম্ভাব্য প্রতিকার এবং পরামর্শমূলক আলোচনা করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোস্তফা জামান।
প্রশিক্ষণের সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন মেহেরপুর জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক নুরুজ্জামান ও সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার।