শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১২:৫২ পূর্বাহ্ন

গাংনীতে জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৪৯৩ বার পঠিত

মেহেরপুরের গাংনীতেও জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী পালন করেছে উপজেলা ও পৌর বিএনপি’র নেতাকর্মীরা। সোমবার (৩০ মে) সকাল ৯টার দিকে গাংনী উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

আলোচনা সভায় উপজেলা বিএনপি’র সভাপতি ও তেঁতুলবাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও সাবেক ছাত্র নেতা মনিরুজ্জামান গাড্ডু, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও বামন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল, জেলা বিএনপি’র সহ-সভাপতি শহিদুল ইসলাম নাসির, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাহারবাটি সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, পৌর বিএনপি’র সাবেক সভাপতি  ও গাংনী পৌরসভার  সাবেক ভারপ্রাপ্ত মেয়র ইনসারুল হক ইন্সু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা কাওসার আলী, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক  ছাত্রনেতা আব্দাল হক, উপজেলা যুবদলের আহবায়ক মালেক হোসেন চপল।

এ সময় উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল হক, গাংনী পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর সাইদুল ইসলাম, সদস্য-সচিব ও সাবেক কাউন্সিলর এনামুল হক, গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা হারুন-অর-রশিদ বাচ্চু,  পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব জামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজেদুর রহমান বিপ্লব, সদস্য সচিব রিপন হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক জুয়েল রানা, সদস্য-সচিব শাকিলসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo