মেহেরপুরের গাংনীতে সঞ্জয় (২৫) ও প্রশান্ত (২৩) নামের দুই ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার রাত পৌনে ১০ টার দিকে উপজেলার বেতবাড়িয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ০১ (এক) কেজি গাঁজা উদ্ধার করা হয়। সঞ্জয় কুমার দাস বেতবাড়িয়া দাশপাড়ার ভবত দাসের ছেলে এবং প্রশান্ত কুমার দাস একই গ্রামের রবি দাসের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, বেতবাড়িয়া এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই অজয় কুমার কুন্ডুসহ সঙ্গীয় ফোর্স বেতবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে সঞ্জয় ও প্রশান্তকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।